#caa #caarules #amitshah
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ Amit Shah দ্বিতীয় বার মতুয়া Matua দের সভা এড়ালেন। CAA বা Citizenship Amendment Act ২০১৯ সালের ডিসেম্বরে পাস হলেও এক বছরের বেশী অতিক্রান্ত হওয়ার পরেও CAA এর Rules প্রকাশ হলনা। ফলে মতুয়াদের নাগরিকত্ব অনিশ্চিত রয়ে গেল। অন্যদিকে সামনেই পশ্চিম বঙ্গ বিধানসভা নির্বাচন
West bengal Assembly election। ৭০ টি সিট মতুয়া প্রভাবিত। গত লোকসভা নির্বাচনে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েই ১৮ টা সিটে জয় এসেছিলো BJP র। ৩০ জানুয়ারি ঠাকুরনগরে পূর্বনির্ধারিত সভায় আমিত শাহ না গিয়ে তার বদলে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয় যাওয়াতে তারা মতুয়াদের বিক্ষোভের মুখে পড়েন। এই নিয়ে কথা বললেন Manik Fakir মানিক ফকির।